মোঃজিলহাজ বাবু
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে পদপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সমাবেশ স্থলে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর পার্কে এই ঘটনাটি ঘটে। এসময় সম্মেলন স্থলে ছেড়ে চলে যান আমন্ত্রিত অতিথিরা।
প্রত্যক্ষদর্শী ও কৃষক লীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন শুরু হয়। এসময় পদপ্রত্যাশীদের একটি পক্ষ সম্মেলন স্থলে ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সম্মেলন স্থগিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।