সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সংলগ্নে বর্ণী এলাকা হতে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি সিএনজি (অটোরিকশা)সহ পাবেল আহমদ (২৪) নামের এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
আটকৃত পাবেল মিয়া উপজেলার গৌরিনগর গ্রামের ইউসুব আলীর পুত্র। অপর পলাতক আসামি একই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মোশাহিদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, রবিবার (২৪ মার্চ) দুপুর ২টায় উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন বীট কর্মকর্তা উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সিএনজি (অটোরিকশা) থেকে ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬৮ ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬৮ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বহনকারী একটি সিএনজি (অটোরিকশা) ও ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক, অপর এক আসামি পলাতক দেখিয়ে কোম্পানীগঞ্জ থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।