Tuesday , 16 April 2024
শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত জবি শিক্ষিকার মৃত্যু

বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজীনা পারভীন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ড. রোজীনা নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন, পরবর্তীতে তার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সপ্তাহখানেক আগে তাকে পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান জানান, আমরা তার মরদেহ নিয়ে বিভাগে যাচ্ছি। জোহর নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি বলেন, তার প্রস্থানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দৈনিক অধিকার

Check Also

বাস-পিকআপ সংঘর্ষে ১৩ জন নিহতের পরিবারকে মন্ত্রী-ডিসির আর্থিক সহায়তা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে আজ মঙ্গলবার সকালে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x