Friday , 29 March 2024
শিরোনাম

ক্যারিয়ার প্লানিং ও একুশ শতকের নতুন পেশা বিষয়ক সেমিনার

ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ক্যারিয়ার প্লানিং ও একুশ শতকের নতুন পেশা’ বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে। ২০ অক্টোবর বেলা ১১ টায় কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। এসময় তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবন গঠনে সুন্দর ও তথ্য নির্ভর বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভাগের ডিন প্রফেসর মোহাম্মদ আলী এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দিন আহমেদ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জুলফিকার আলী ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম এবং রোভার স্কাউটস সম্পাদক এম এ গাফফার মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার ইমাম মেহেদী। ক্যারিয়ার প্লানিং ও একুশ শতকের নতুন পেশা বিষয়ক সেমিনারে ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x