Thursday , 28 March 2024
শিরোনাম

ক্রোয়েশিয়ার বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

কোয়ার্টার ফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃশ্চিন্তার ছাপ, আলেক্স সান্দ্রোর চোটের কারণে আজ মাঠে নাও নামতে পারেন। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাংশপেশিতে চোট পান সান্দ্রো। কোয়ার্টার ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুধু সান্দ্রোর পজিশনে বিকল্প নিয়েই সমস্যায় পড়েছিল ব্রাজিল। রক্ষণে এদের মিলিতাওকে ডান প্রান্তে রেখে দানিলোকে খেলিয়েছেন বাঁ প্রান্তে। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তিতে একই কৌশল বেছে নেবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের অনুশীলনে সান্দ্রোর মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবে তিতে সংবাদ সম্মেলনে জানান, নেইমার ও দানিলোর চোটের সঙ্গে সান্দ্রোর চোটের পার্থক্য আছে।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাসেমিরো এবং তার সঙ্গে থাকছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে থাকবেন নেইমার, ভিনিয়ুস, রাফিনিয়া ও রিচার্লিসন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলকিপার: আলিসন। রক্ষণ: দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিওস, এদের মিলিতাও। মিডফিল্ডার: কাসেমিরো, লুকাস পাকেতা।ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, রিচার্লিসন।

Check Also

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৫ ফেরি ও ২০ লঞ্চ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x