কয়রা,খুলনা প্রতিনিধি
খুলনা কয়রায় গীতা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বাগালী ইউনিয়নের শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা গীতা একাডেমির সভাপতি তাপস কুমার সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা ফোগাট প্রধান পৃষ্ঠপোশক প্রসেনজিৎ দও,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গীতা একাডেমির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর মন্ডল, পাইকগছা কমিটির সভাপতি মুক্তি সরদার,গীতা ইয়ুথ সোসাইটির সভাপতি কৃপা দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কয়রা উপজেলা কমিটি গঠন করা হয়।