মো আলমগীর হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক আর্ত-মানবতার সেবার উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ৩ এপ্রিল , সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১২০টি দুঃস্থ ও অসহায় পরিবারকে এবং অত্র জোনের আওতাধীন প্রত্যন্তঅঞ্চলে এলাকায় টহলের মাধ্যমে ৩০টি দুঃস্থ ও অসহায় পরিবারসহ সর্বমোট ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি এবং অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি এ সময় উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরন করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা তৈল, ও চিনি। ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। মানবিক সহায়তা কর্মসূচী শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।