মহাখালী আমতলা খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (৬২) ও আকলিমা রহমান (৩৩)। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টা দিকে ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সর্বশেষ ওই ভবনের ১৩ তলা থেকে রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।
স্বজনরা জানান, রফিকুল ইসলাম থাকেন মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলীবাগ। খাজা টাওয়ারের ১৩ তলায় ই-ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনে কর্মরত ছিলেন তিনি।
এদিকে, রাত সাড়ে ১২টার দিকে ভবনের ১১ তলা থেকে আকলিমা রহমানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ তথ্য নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আকলিমা ওই ভবনের ৯ তলায় একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
এর আগে সন্ধ্যার দিকে ভবনের ৯ তলার একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্মী হাসনা হেনা ভবন থেকে নামার সময় পড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রি. জে. মো. মাইন উদ্দিন রাত ১২টার দিকে ঘটনাস্থলে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এ পর্যন্ত ১০ জনকে ভবন থেকে উদ্ধার করেছি।’
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগে।