Saturday , 20 April 2024
শিরোনাম

খুবিতে ট্রফি উন্মোচিত হলো আন্তঃডিসিপ্লিন ভলিবল ও ক্রিকেট টুর্নামেন্টের

আলকামা রমিম,খুবি প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহযোগিতায় আন্তঃডিসিপ্লিন ভলিবল (ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপ) এবং ক্রিকেট (ছাত্র) প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন করা হয়েছে।

আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ট্রফি উন্মোচন করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।

 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের যখন করার কিছু থাকে না তখন তারা বিপথগামী হয়। তাই শারীরিক শিক্ষা চর্চা বিভাগ চেষ্টা করছে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি সাধন করতে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সবসময়ই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সবকিছু করার চেষ্টা করছি। সকলের সহযোগিতায় সামনের টুর্ণামেন্টগুলো সফলভাবে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম ও এস এম জাকির হোসেন, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x