খুলনা প্রতিনিধি–
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বুধবার ৯ মার্চ বিকাল সাড়ে ৫টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। তিনি বলেন, চারুকলার মাধ্যমে আমাদের সৃজনশীলতার পরিচয় দিতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে হবে। আমাদের কাজকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান জাহিদা আখতার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের জান্নাতুল ফেরদৌস নির্জনা, ২০ ব্যাচের সুমাইয়া ইসলাম মিম, ১৯ ব্যাচের সাফিস ইমতিয়াজ, ১৮ ব্যাচের মোঃ মাজাহারুল ইসলাম ও মাস্টার্স দ্বিতীয় বর্ষের ইশরাত জাহান বৃষ্টি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।