Saturday , 20 April 2024
শিরোনাম

খুলনাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচালো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা। এ ম্যাচে খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়ে জয় পায় ঢাকা। খুলনার দেওয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার শেষে ঢাকার রান ছিল ৫ উইকেটে ১১৯ রান। শেষ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ১১ রান। থিসারা পেরেরার করা শেষ ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম।

এর আগে, খুলনা টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান। বিপর্যয়ের মুহূর্তে দলের হাল ধরেন সিকান্দার রাজা। ৫০ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। মেহেদি হাসানের ব্যাট থেকে এসেছে ১৭ রান। অধিনায়ক মুশফিকুর রহিম ও থিসারা পেরেরা ১২ রান করে করেন।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই ও আরাফাত সানি। রুবেল হোসেন, ফজল হক ফারুকী ও কাইস আহমেদ শিকার করেন একটি করে উইকেট।

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x