Tuesday , 19 March 2024
শিরোনাম

খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :
খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুলাই ২০২২) তারিখ সকাল সাড়ে ১১ টায় পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা সভাপতিত্বে করেন। সভার শুরুতে অপরাধ পর্যালোচনা কেএমপি’র পুলিশ কমিশনার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার ও শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো এবং মাদকদ্রব্য উদ্ধারসহ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহানগরী এলাকায় ছিনতাই রোধ, জাল টাকা বিস্তার রোধ এবং গবাধি পশু হাটের অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট ডিসিদের দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মাদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ।

Check Also

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে পরিবহন বন্ধের হুঁশিয়ারি

ঈদযাত্রায় আন্তঃজেলা বা দূরপাল্লার যদি কোনো গণপরিবহন বাড়তি ভাড়া নেয় এবং সেটির প্রমাণ যদি আমরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x