Wednesday , 24 April 2024
শিরোনাম

খোকসায় ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সংস্কারের দাবিতে মানববন্ধন

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিভিন্ন বিষয়ে বাতিল ও ইসলামী আইন মোতাবেক শিক্ষা ব্যবস্থাপনা পদায়নের দাবিতে কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষে খোকসা উপজেলা শাখার নেতৃত্বে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে স্বপন মরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশটার সময় ইসলামী ছাত্র আন্দোলন খোকসা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খোকসা শাখার দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম জাহাঙ্গীর হোসেন মোঃ নজরুল ইসলাম মুফতি আব্দুল হান্নান ও মোহাম্মদ সম্রাট হোসেন। বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে প্রতিরোধ করার জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আইন মোতাবেক সিলেবাস প্রণয়নের জন্য জোর দাবি জানান। বক্তারা বলেন, বিজ্ঞানের সাথে কোরআনের কোন সাংঘর্ষিক কোন বিষয় নাই। বরঞ্চ ইসলাম হল সকল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডারউইন ও নাস্তিকবাদ থেকে বেরিয়ে এসে পরানে আইন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীসহ সকল মন্ত্রী পরিষদের কাছে জোর দাবি জানান। পরে বিভিন্ন দাবি-দাওয়া সম্মিলিত উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x