হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিবেদকঃ
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর দের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা ফিল্ড সুপারভাইজার জালাল উদ্দিন ও উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ সালাহউদ্দীন এর উপস্থিতিতে উক্ত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক শিশু কিশোর ৫ ক্যাটাগরির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হলো হাম, নাত, আজান, রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান।
উপজেলা পর্যায়ের শিশু-কিশোরদের মাঝ থেকে প্রতিটা বিষয়ে তিনজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী দের কে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার কারীগণ আগামীতে কুষ্টিয়া জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
পরে বেলা সাড়ে ১২ টার সময় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।