কুষ্টিয়া জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক হাজার কৃষকের বাজে উঠছি আউশ ধান প্রণোদনার উন্নত বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বাছাইকৃত এক হাজার কৃষকের মাঝে অতি কৃষককে ৫ কেজি উঠছি আউশ ধানের বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত হাউস প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে জমির মাস্টার ও জিল্লুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৮ টি ব্লকের উপসহকারি কর্মকর্তাদের মাধ্যমে বাছাইকৃত ইউনিয়ন পরিষদের কৃষকদের মাঝে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আক্তার বলেন, আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি আর কৃষিকে প্রাধান্য প্রাধান্য দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিনামূল্যে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলে আগামী উন্নত বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলায় সহায়ক হবে আমাদের বাংলাদেশ।