খোকসায় গভীর শ্রদ্ধায় পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতির ইতিহাসে তাঁদের অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন।
























