Saturday , 20 April 2024
শিরোনাম

খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিরাপদ বাস উৎপাদনে এগিয়ে আসি। সকল গণ্ডি পেরিয়ে মাছ উৎপাদনে উন্নতি প্রযুক্তিনির্ভর চাষাবাদ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে।
আমিষের চাহিদা পূরণ সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে মাছ উৎপাদনের বিকল্প নাই। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন। জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার এর সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা অফিসার্স ইনচার্জ থানা সৈয়দ মোঃ আশিকুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্য উৎপাদনে বিভিন্নভাবে অবদান রাখায় তিনজন মৎস্যচাষী কে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা আমিষের চাহিদা পূরণ ও মৎস্য চাষ করে নিজেদের স্বাবলম্বী করতে বেকার যুব সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এ সভায় উপজেলা মৎস্য অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x