কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার দুইটি ভেজাল গুড় উৎপাদন কারখানায় ভোক্তা অধিকার ও জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা করেছে। বুধবার সন্ধ্যায় rab-12 কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দিলীপ ট্রেডার্সে ও মাতৃভান্ডার দুটি ভেজাল গুড় কারখানায় দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে উৎপাদিত সকল ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার কুষ্টিয়ার অফিসের প্রধান সুশান্ত মন্ডল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দেড় লক্ষ করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদার করা হয়। উক্ত অভিযানে ভোক্তা অধিকারে কুষ্টিয়া জেলা সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী উপস্থিত থেকে উৎপাদিত সকল ভেজাল গুড় ধ্বংস করেন। আগামীতে এ কারখানায় ভেজাল গুড় উৎপাদন করলে এর থেকেও অধিক পরিমাণ সাজা দেওয়া হবে বলেও ভোক্তা অধিকারের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।