কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান (দেশীয় তৈরি) ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব -১২ কুষ্টিয়া।
র্যাব -১২ পুলিশ পরিদর্শক মোঃ ইমরান আলী লিখিত অভিযোগের মাধ্যমে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার র্যাব -১২ পেট্রোল অভিযানে রবিবার (২৬ জুন) বেলা দুইটার সময় উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোঃ মামুন আলীর মুদির দোকানের পূর্ব পাশে ইটের স্তূপের পাশে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত উদ্ধার করেন রেব-১২ কুষ্টিয়া।
র্যাব – ১২ পুলিশ পরিদর্শক মোঃ ইমরান আলী জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা বেশ কিছুদিন আগে ইটের স্তুপে অস্ত্রটি গোপন আস্তানায় সংরক্ষণ করে রাখে। প্রশাসনের তৎপরতায় অপরাধীরা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরতে না পারা ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারায় রবিবার দুপুরে র্যাবের অভিযানে উক্ত পরিত্যক্ত অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যাহার জিডি নং- ৯৩৭, তারিখ ২৬/০৬/২০২২ ইং।