হুমায়ুন কবির, খোকসা:
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আগামী ১৭ -২২ ডিসেম্বর সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল মাওয়া এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগন্ত পরিবার পরিকল্পনা কর্মী ও মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের যুগোপযোগী নানাবিধ পদক্ষেপের কারণে মহামারী করোনার মাঝেও মাতৃমৃত্যু ও শিশু জন্মের জটিলতা নিরসন কল্পে সফলতা এসেছে। সেই সাথে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করায় জন্মনিয়ন্ত্রণ অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে।
নানাবিধ সমস্যার মাঝেও উপজেলার জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সহ মা ও শিশুর যত্ন ও স্বাস্থ্যের প্রতি সকলকে সদয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্তের পরিবার পরিকল্পনা কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মী কোন উপস্থিত ছিলেন।