কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী সম্রাট (২০) কে পাঁচ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান সম্রাট খোকসা বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সাইফুল বিশ্বাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খোলসা বাসস্ট্যান্ডে মাদক সেবনরত অবস্থায় হাবিবুর রহমান সম্রাট (২০) কে গ্রেপ্তার করেন খোকসা থানা পুলিশের এসআই নিপেন বিশ্বাস।
মঙ্গলবার দুপুর ১টার সময় বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের নিচে শহিদুলের চায়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৯ এর (গ) ধারা মোতাবেক অভিযুক্ত হাবিবুর রহমান সম্রাটকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসহাক আলী।
মাদক সেবনে অভিযুক্ত আসামি হাবিবুর রহমান সম্রাট গত ৪ বছর যাবত মাদক সেবন করছে বলে আদালত কে জানান।
পরে পুলিশের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।