কুষ্টিয়া প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া অফিসের বিশেষ অভিযানে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর রেলগেটের পাশে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আরজু মন্ডল কে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ইনস্পেকটর বেলাল।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আরজু মন্ডল (২০) কে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
গ্রেপ্তারকৃত আরজু মন্ডল উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে। জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার খোকসা রেল স্টেশন এর পাশে মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রিরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুষ্টিয়া অফিসের ইন্সপেক্টর বেলাল হোসেন।
পরে ইলেসপেক্টর বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/গ এর ৩৬এর ৫ ধার মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে আরজু মন্ডল নামে একজনের ভ্রাম্যমান আদালতের ১ মাসের কারাদণ্ড দিয়েছে। আসামীকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।