কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় তিন কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বরুলিয়া গ্রামের জয়নুদ্দিন মণ্ডলের ছেলে সাবু মন্ডল (২৫) ও একই গ্রামের মান্নান পরামানিকের ছেলে এনামুল হক (২০)।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসস্ট্যান্ডে গাজা বিক্রেতাদের লেনদেন করা মুহূর্ত থানা-পুলিশের ঝটিকা অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী এসআই দীপঙ্কর কুমার ঘোষ ও এএসআই নাহিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসস্ট্যান্ডে পদ্দা করার পাউডার এর পাশে ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৬৫ থেকে ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাংশা ও খোকসা থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।