হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে ঈশ্বরদী একতারপুর গ্রামের কৃষক দেব কুমার সরকারের বাড়ির পাশে মাঠে রোপা আমন ধান বিনা -১৬ কর্তন উপলক্ষে পাট দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ কুমার মন্ডল।
রোপা আমন ধান বিনা -১৬ কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠানে জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী- একতারপুর গ্রামের দেড় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, স্বল্প জীবনকাল মাত্র ১’শ দিনের মাঝেই কৃষকের বাড়িতে বিনা -১৬ পাকা ধান উঠে আসে। ওই জমিতেই আবার ধান কেটে জমি চাষ করে সরিষা আবাদ করা যায়। ফলে কৃষকের এক ইঞ্চি জমিও পড়ে থাকে না। বিনা -১৬ ধানের বিশেষত্ব কখনোই ঝড় বাদলে ঝরে পড়ে না। এছাড়াও আশানুরূপ ধানের ফলন হয়।
ফলে কৃষক লাভবান হয় এবং একই জমিতে একাধিক ফসল করে কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।