কুষ্টিয়া প্রতিবেদকঃ
প্রতিদিনের পড়া সঠিকভাবে শিক্ষকের কাছে না দেওয়ার অপরাধে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলফেজ (১৩) কে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের লাইবেরিয়ার মাস্টার সুমন রাহাত বাড়িতে প্রাইভেট পড়ানো অবস্থায় ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী চর বামনপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ আলফিজ (১৭) কে বেত দিয়ে বেধড়ক মারপিট করে।
রক্তাক্ত অবস্থায় আলফিজের পিতা সাজ্জাদ হোসেন ছেলেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আবির হোসেন সোহাগ প্রাথমিক চিকিৎসা দিয়ে।
এ সময় আহত শিশুটির মামা মেরাজ হোসেন জানান এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটেছে শিক্ষক সুমন রাহাত। আমার ছেলের এহন বেত্রাঘাতের সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
এদিকে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিকভাবে প্রাইভেট পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তার পর শিক্ষক কর্তৃক শিক্ষার্থী বেত্রাঘাতে অন্যায় করেছে বলেও তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।