হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধিঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ২ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
খোকসা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান এবছর উপজেলায় মাধ্যমিকে ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারনে ১ হাজার ৩৬৫ জন ও ভোকেশনালে ৬৪৫ জন ও৮ টি মাদ্রাসা থেকে ১২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা সঠিকভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মাঝে উপজেলায় ৫ টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, এসএসসি ভোকেশনাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাকেন্দ্রে ২০০ গজ এর মাঝে ১৪৪ ধারা বলবত থাকবে। সুন্দর শান্তিপূর্ণ পরীক্ষা পরিচালনার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছে ।
করোণা মহামারীর কারণে উপজেলায় এবছর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর সংখ্যা কম বলে জানান স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকগণ।
এদিকে মাধ্যমিক পর্যায়ে আশংকাজনক হারে শিক্ষার্থীদের ঝোরে পড়াই উদ্বিগ্ন স্থানীয় শিক্ষা অনুরাগী ও অভিভাবকগণ।