কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ওজনে তেলকম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুষ্টিয়ার খোকসা উপজেলার অনন্যা ফিলিং স্টেশনের মালিক মুজাহিদুল ইসলাম বাবলু কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ এক অভিযানে বিএসটিআই অনুমোদিত ৫ লিটার তেলের ১.৫ মিলিলিটার তেল কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ এর কুষ্টিয়া জেলা সহকারী পরিচালক সুশান্ত মন্ডল এর অভিযোগের প্রেক্ষিতে খোকসা উপজেলার দুইটা ফিলিং স্টেশন (অনন্যা ফিলিং স্টেশন ও শহীদ বরকত উল্লাহ ফিলিং স্টেশনে) অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনন্যা ফিলিং স্টেশনে ভোক্তাদের জ্বালানি তেল সঠিক মাপ থেকে কম তেল ভোক্তাদের দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ স্থানীয় সাংবাদিকদের বলেন, বিএসটিআই অনুমোদিত লিটারে পরিমাণে তেলের ওজন কম দেওয়ায় অনন্যা ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় অন্য আরেকটি বরকত উল্লাহ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করলেও সেখানে ওজনের মাপ সঠিক পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য ওজনে কম দেওয়ায় একই অভিযানে একাধিকবার অভিযুক্ত অনন্য ফিলিং স্টেশন মলিক কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।