বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের সার্বিক সহযোগিতায়, উপজেলা ও পৌর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে খোকসা পৌরসভার সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে এক বর্ণাঢ্যর্যালি অনুষ্ঠিত হয়।র্যালি টি খোকসা পৌরসভা থেকে শুরু করে থানামোড়, হওয়া ভবন, মূল বাজার হয়ে পুনরায় পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালী শেষে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রবিন রায়হান জসীমের সভাপতিত্বে এবং বর্তমান পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর উজ জামান মিন্টু। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামানের উদ্বোধনে, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমন আয়োজনে অংশগ্রহণ করে নেতাকর্মীরা ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।