কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার দিশা এনজিও সংস্থার ম্যানেজার সবুজ আলী (৩০)কে রাতের আঁধারে দুর্বৃত্তরা গুরুতর আহত করেছে। আহত সবুজ আলী কুষ্টিয়ার মিরপুর থানার মশান গ্রামের মোঃ মোখলেস আলীর ছেলে। সে খোকসা শোমসপুরে দিশা এনজিও সংস্থার ম্যানেজার হিসেবে আড়াই বছর কর্মরত রয়েছেন। ঘটনাটি ঘটেছে জানিপুর থেকে শোমসপুর সড়কের চ্যালেঞ্জার মোড়ে ব্রিজের পাশে। আহত ম্যানেজার সবুজ আলী জানান রাতে কাজ সেরে অফিসে যাওয়ার পথে চ্যালেঞ্জার মোড়ে ব্রিজের কাছে আসলে পাঁচ ছয় জন দুর্বৃত্তরা আমাকে গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতে থাকা ব্যাকো, রড ও অন্যান্য লাঠি সোটা দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। তার শরীরে প্রায় চার জায়গাটা ক্ষতের চিহ্ন রয়েছে শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩২ টা সেলাই দেওয়া হয়েছে। রাতে সহকর্মী আলামিন এবং বাড়ির মালিকের ছেলে জিম গুরুতর আহত অবস্থায় ম্যানেজার সবুজ আলীকে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দিয়ে আন্ত: বিভাগ পুরুষ হোয়াট এ ১৩ নম্বর বেডে রুগীকে চিকিৎসাধীন অবস্থায় রাখেন। বর্তমান ম্যানেজার সবুজ আলীর আশঙ্কা বক্তব্য বলে জানালেন ডাক্তার মাহমুদুল হাসান। ঘটনার পরেই তাৎক্ষণিকভাবে পুলিশের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ঘটনাস্থল ও রোগীর অবস্থা পরিদর্শন করেন। রাতে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারি নাই বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ। তবে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে খোকসা হাসপাতালে ১৩ নাম্বার বেডে চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত দিশা ম্যানেজার কাউকে চিনতে পারিনি বলে জানান। এ রিপোর্ট লেখাপ পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।