খোকসা প্রতিনিধি।। কুষ্টিয়ার খোকসায় পত্রিকা ব্যবসায়ী ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সুলতান হোসেন এখনো গ্রেফতার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় খোকসা পৌরসভার স্কুল রোডে থানার সামনে ‘খোকসার সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইকবাল হোসেনের পরিবারের সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ অংশ নেন। তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অভিযুক্ত সুলতানের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে খোকসায় জাতীয় পত্রিকার স্থানীয় এজেন্ট ইকবাল হোসেন (৬০)-এর ওপর হামলা চালানো হয়। সকাল সাড়ে সাতটার দিকে তিনি বাসস্ট্যান্ড এলাকায় পত্রিকার গাড়ি থেকে সংবাদপত্র সংগ্রহ করতে গেলে, খোকসা পৌর যুবলীগের আহ্বায়ক পত্রিকা বিক্রেতা সুলতান হোসেন তাকে লোক মারফত ডেকে নিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা ইকবাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন প্রায় তিন দশক ধরে জাতীয় পত্রিকার খোকসা এজেন্ট হিসেবে কাজ করছেন। অপরদিকে, সুলতান হোসেনও প্রথম আলোসহ কয়েকটি পত্রিকার বিক্রেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর অভিযান অব্যাহত আছ, আসামীকে ধরার জন্য আমরা তথ্যপ্রযুক্তি সহ অনান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহার করছি।অতি শিঘ্রই আসামীকে ধরে ফেলবো ইন-শাহ-আল্লাহ।