নাহিদুজ্জামান শয়ন
স্টাফ রিপোর্টার
খোকসা, ২৮ মার্চ ২০২৫: খোকসায় চাঁদ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং খুলনা পাবলিক কলেজ পরিবারের সহযোগিতায় অসহায় ও দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম এবং শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদ মানব উন্নয়ন সংস্থার সভাপতি মুহাঃ কামরুজ্জামান। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক কেসি বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, মুন্সি হুমায়ন রশিদ, বাবু স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়, যা তাদের দৈনন্দিন চলাফেরায় সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।