খোকসায় বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
কুষ্টিয়া প্রতিবেদক: আলোচনা সভা দোস্তদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তদন্ত গৌতম কুমার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার।
আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ওসি তদন্ত গৌতম কুমার ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবিন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশের সার্বিক বিষয়ের যুদ্ধকালীন সকল অনুপ্রেরণার বাতিঘর ছিলেন।
৭ই মার্চের ভাষণে, বঙ্গমাতার দিকনির্দেশনা ও তার অনুপ্রেরণায় ছিল একমাত্র অবলম্বন।
বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পাশাপাশি বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানের নাম প্রতিটা মুহূর্তই স্মরণ করতে হবে। কেননা বঙ্গবন্ধুর সকল কাজের অনুপ্রেরণা উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
বাঙালি জাতির সেই আদর্শের বাতিঘরে দেশের সকল নারীরা যেন অনুপ্রাণিত হয়ে দেশ ও নিজের পরিবারের ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শের একত্বতা প্রকাশ করেন এমনটাই বক্তারা প্রস্তাব রাখেন।
আলোচনা সভার শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে উপজেলার দুস্থ অসহায় প্রশিক্ষিত ৫ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম ব্যক্তি মহিলা বিষয়ক এর কর্মকর্তা এবং সাধারণ নারীরা উপস্থিত ছিলেন।