কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় র্যাবের অভিযানে পরিত্যক্ত ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার মাঠপাড়া গ্রামে কুষ্টিয়া র্যাব – ১২ অভিযান চালিয়ে ১ টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেন।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি আভিযানিক দল নিয়ে খোকসার মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেন। এবং পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে খোকসা থানায় জিডি মূলে হস্তান্তর করেন।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার রাতে খোকসা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান কুষ্টিয়া র্যাব- ১২ উদ্ধার করে থানায় জিডি মুলে জমা দিয়েছেন।