কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়া খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ৭৩ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হলো।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে শুক্রবার সকাল ৯ টায় উপজপলা চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দিনের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে নয়টায় যুব উন্নয়ন খোকসা অফিসের আয়োজনে বৃক্ষরোপণ করা হয়। সকাল পনে দশটায় উপজেলা নির্বাহী অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল আলম তোসর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখও।
সকল অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাগণ উপস্থিত ছিলেন।
বাদ জুম্মা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদেশেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিকালে ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।