খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।
খোকসা উপজেলার অন্যতম পুরনো ক্রীড়া ও সামাজিক সংগঠন খোকসা যুব সংঘ ও পাঠাগার তার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় খোকসা বাজারের প্রধান সড়কের যুব সংঘ ভবনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সংগঠনের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদিপ্ত রায় দীপন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মো. আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে খেলাধুলা, পাঠচর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় যুবসমাজের মাঝে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমেও জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছে।