খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । গতকাল বুধবার দুপুরে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক শামসুল আলম, প্রশান্ত ভৌমিক ও সাংবাদিক রঞ্জন ভৌমিক প্রমূখ । সভাশেষে ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা ও বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক ও বঙ্গবন্ধু ছবি প্রদর্শিত হয় । অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ,ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।