হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে শ্বশ্বান ঘাটে গোসল করতে যেয়ে ডুবে যাওয়া শিশু রোকন (৯) ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে জেলেদের জালে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় গড়াই নদীর খোকসার সিরাজপুর হাওরের মুখে মাছ ধরা জেলেদের জালে উদ্ধার হলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
খোকসা ফায়ার স্টেশন টিম লিডার বেলাল হোসেন শিশুটির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খুলনা থেকেআশা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে চার সদস্যের একটি টিম খোকসায় এসে পৌঁছাব বিকেল পাঁচটার সময়। প্রথম দফায় আড়াই ঘন্টা অভিযান পরিচালনা করে মুলতবি করে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় আবার গড়াই নদীতে অভিযান শুরু করে অবশেষে সকাল সাড়ে ১০ টার সময় স্থানীয় জেলেদের জালে উদ্ধার হল ডুবে যাওয়া শিশু রোকনের লাশ। মৃত রোকব জেলে পরিবারের সদস্য গড়াই নদূর বাঁধ বাজারের আজাদ হোসেন এর ছেলে।