গণফ্রন্ট থেকে এমপি প্রার্থী হলেন আ.লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী
আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী গণফ্রন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার ০৫, নবীনগর সংসদীয় আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ৫ এর বৈধ্য ১০ প্রার্থীর মধ্যে তিনিও ১ জন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন।
নির্বাচনে গণফ্রন্ট থেকে প্রার্থীতার বৈধ্যতা পাওয়ার পর নাম জটিলতা নিয়ে তদন্ত শুরু হলে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’র সামাজিক যোগাযোগ আইডির ফেসবুক পোস্টের পর তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসে তার আসল পরিচয়। তার বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে।
তিনি তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন, আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি। ’

ব্যারিস্টার নজরুল ইসলাম নবী উপজেলার একাধিক স্থানে গাছে গাছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেস্টুন-ব্যানার টানিয়ে সমালোচনার মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন। তার ফেসবুক পোস্টে একাধিক কমেন্টে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


























