Friday , 19 April 2024
শিরোনাম

গণবিক্ষোভের পর প্রথমবারের মতো নির্বাচন শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রথমবারের মতো কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে এক বছর বিলম্ব হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন আগামী ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরার।

গত বছর চরম অর্থনৈতিক সংকটের জেরে তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেন। এরপর রাজাপাকসের এসএলপিপি পার্টির সমর্থন নিয়ে দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তবে এ স্থানীয় সরকার নির্বাচনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন বিক্রমাসিংহে।

এর আগে ২০১৮ সালের সর্বশেষ স্থানীয় নির্বাচনে ৩৪০ কাউন্সিলের মধ্যে মাত্র ১০ শতাংশে জয় পেয়েছিল ছয়বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি। আর ২৩১ আসনে জয় পায় রাজাপাকসের এসএলপিপি।

আলজাজিজার প্রতিবেদনে বলা হয়, এ নির্বাচন স্থগিত করারও চেষ্টা করেন বিক্রমাসিংহে। তিনি বলেন, দেউলিয়া দেশের পক্ষে নির্বাচনে ১০ বিলিয়ন রুপি ব্যয় করা সম্ভব না। তবে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়টি সামনে এগিয়ে নিয়ে যায়।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে কমিশন জানায়, ৮ হাজারের বেশি কাউন্সিলর ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। আর মনোনয়নের এ সময়সীমা অতিবাহিত হওয়ার ২৮ দিনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x