Thursday , 25 April 2024
শিরোনাম

গভীর রাতে চলন্ত ট্রেনের চাকায় ধোঁয়া, যাত্রীদের আতঙ্ক

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের চাকায় ধোঁয়া দেখে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসিম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭৬০৩ নম্বরের এক্সটা-৩ কোচের চাকার বিয়ারিং সিজ করেছিল। মূলত দীর্ঘ দিন চলার ফলে এবং লুব্রিকেন্ট কমে গেলে এমন হয়। কোচ সংকট সত্ত্বেও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে এই কোচটি ধুমকেতুতে যুক্ত করা হয়েছিল।

তিনি বলেন, এমন ঘটনা আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু যাত্রীদের কাছে নতুন। চাকা থেকে ধোঁয়া উঠতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই।

তিনি আরও বলেন, প্রথমে কোচটি রেখে ধুমকেতু ছেড়ে যাওয়ার কথা হয়। কিন্তু আপত্তি জানান যাত্রীরা। শেষে রাজশাহী থেকে নতুন কোচ এনে সংযোজন করা হয়। এরপর রাত ৩টার দিকে আড়ানী স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

প্রসঙ্গত, ১৬টি কোচে প্রায় হাজারখানেক যাত্রী নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

Check Also

দুই ভাইয়ের হত্যাকান্ড মধ্যযোগীয় বর্রবরতাকেও হার মানিয়েছে- প্রাণীসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x