Saturday , 20 April 2024
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরাইলের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ করতে তিনি ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এসব কথা জানান।

তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। নির্বিচারে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর ইসরাইলি সামরিক বাহিনীর হামলা বন্ধ করতে হবে।

অবরোধ আরোপের মাধ্যমে সারাবিশ্ব থেকে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়ে ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেন ফারহান হক। ইসরায়েলি অবরোধের কারণে গাঁজার অধিবাসীরা খাদ্য, জরুরি ওষুধ এবং জ্বালানির মতো মৌলিক পণ্য থেকে দারুণভাবে বঞ্চিত রয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন।

Check Also

তারপরও ইসরাইলকে শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা হচ্ছে। কারণ মার্কিন সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x