রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুলতান আলী ও
হায়দা আলী দু’বিএনপি নেতা তাদের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা
মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সুলতান রাণীশংকৈল উপজেলার উত্তরগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তিনি হোসেনগাও ইউনিয়ন যুবদলের আহবায়ক। হায়দার একই উপজেলার লোকমান আলীর ছেলে এবং ওয়ার্ড যুবদল সহসভাপতি।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাণীশংকৈল পৌর শহরের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইউনিয়ন বিএনপি নেতা মমতাজ আলী, নাসিরউদ্দিন ও মুনতাসীর আল মামুন মিঠু উপস্থিত ছিলেন। তারা এ মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্য দেন। লিখিত বক্তব্যে সুলতান আলী এ মামলাকে কারসাজিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন এবং মামলা দায়েরের সময় তারা রাণীশংকৈলেই অবস্থান করছিলেন মর্মে জানান। বক্তব্যে সুলতান এ মামলা থেকে তাকে ও হায়দারকে অব্যাহতি দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর ২০২৪ খ্রি.তারিখে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় নড়াইল জেলার সখিপুরের বাসিন্দা রুবেল শেখ বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। এটি একটি আওয়ামী লীগ রাজনৈতিক মামলা বলে উল্লেখ করা হয়েছে।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯