অদ্য ১৮/০৩/২০২৫ ইং রোজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রিস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ জানান, দুইদিন পূর্বে মাংস বিক্রি করা হলেও, জেলা প্রাণীসম্পদ অফিসের মৌখিক নির্দেশনায় বর্তমানে মাংস বিক্রি বন্ধ আছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক সার্বিক তত্ত্বাবধান কার্যক্রম চলমান আছে।
মোবাইল কোর্ট অনুষ্ঠান পরিচালনা করেন জনাব জালাল উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যট গাজীপুর এবং ডা মোহাম্মদ শাহীন মিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাজীপুর সদর।