Friday , 29 March 2024
শিরোনাম

গ্রাহক প্রতারনায় রাজশাহীতে প্রাইড শাড়ীর শো-রুমকে জরিমানা

আবুল কালাম আজাদ,রাজশাহী :- রাজশাহীতে এবার প্রাইড শাড়ীর শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

হাসান আল মারুফ জানান, আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিলো রাজশাহী নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে অবস্থিত প্রাইড শাড়ীর শো-রুমে দাম বেশী নেওয়া হচ্ছে। রবিবার ওই শো-রুমে অভিযানে গিয়ে দেখা যায় শাড়ীর দাম স্টিকারে ৬৭৫ টাকা লিখা থাকলেও ওই দামের উপর নতুন করে আরো একটি নতুন স্টিকার লাগিয়ে ৭৭৫ টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করছিলো।
এছাড়াও ওই শো-রুমে ভোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ৩০% ছাড়ের লোভনীয় অফার দিয়েছে। তবে কোন পণ্যের জন্য কত ছাড় তা নির্দিষ্ট করে কিছুই নির্ধারণ করে দেয়নি। ফলে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হচ্ছিলো।

এসব অপরাধ বিবেচনা করে ওই শো-রুমকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সঠিক মূল্য নির্ধারণ ও অফার দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সতর্ক করা হয়।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x