(খোলা চিঠি)
মাননীয় প্রধানমন্ত্রী
বিষয়ঃ ঘাটাইল বাসীর প্রাণের দাবী শেখ কামাল হাইটেক পার্ক ঘাটাইলে স্থাপনের বিনীত আবেদন প্রসঙ্গে।
মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে,আমরা প্রায় পাঁচলক্ষ ঘাটাইলবাসী আপনার গুণমুগ্ধ ও বিশ্বস্ত প্রজাসাধারণ।
আপনার উন্নয়ন যাত্রায় আমরা একান্ত সহযাত্রী। আপনার ন্যায়পরায়ণ শাসন ও দেশের সকল অঞ্চলে সম উন্নয়ন নীতির আমরা একনিষ্ট সমর্থক।
তারই ধারবাহিকতায় আপনি ঘাটাইল উপজেলায় শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য একটি মহতী প্রস্তাব গ্রহণ করে তা ঘাটাইলের নামে বরাদ্ধ দিয়েছেন।ইতোমধ্যে জমি ক্রয় ও দলিল সম্পাদনও হয়ে গিয়েছে।
ক্রয়কৃত জমিতে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।বরাদ্ধ পাওয়ার পর হাজার হাজার জনতা আপনাকে সাধুবাদ জানিয়ে আনন্দ মিছিল উদযাপন করেছে।
হঠাৎ বিনামেঘে বজ্রপাতের মত দুঃসংবাদে ঘাটাইল বাসী মর্মাহত ও স্তম্ভিত হয়ে পড়েছে। যে পার্কটি নাকি পার্শ্ববর্তী উপজেলা মধুপুরে স্থাপনের জন্য একনেকে পাস হয়েছে।
ঘাটাইলবাসী বুঝতে পাচ্ছে না কী তাদের অপরাধ!
হাইটেক পার্ক স্হাপনের প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পর কে বা কার ইশারায় আপনার উন্নয়ন থেকে ঘাটাইল বাসীকে বঞ্চিত করতে চায়
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির জনকের কন্যা, আমাদের শেষ ভরসার স্থল।
ঘাটাইলের পাঁচলক্ষ জনতার দশ লক্ষ চোখ আপনার দিকে সানুনয় দৃষ্টিতে তাকিয়ে আছে।
আপনি ঘাটাইলবাসীকে বঞ্চিত করবেন না।
বরাদ্ধকৃত শেখ কামাল হাইটেক পার্ক ঘাটাইলে স্থাপন করে ঘাটাইলবাসীকে চির কৃতজ্ঞতায় পাশে আবদ্ধ করবেন।
নিবেদন,
আপনার বিশ্বস্ত ও গুণমুগ্ধ
পাঁচ লক্ষ ঘাটাইলবাসী।