ধানমণ্ডিতে রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন।
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়।
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ভোরের কচুপাতার শিশির বিন্দু নয়।
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে আন্দোলন করে ঝড় তোলার সামর্থ্য নেই বিএনপির। তারা গলাবাজি করে নিজেদের অক্ষমতা ঢাকতে চায়। সেই ডিসেম্বর থেকে কত ঝড় দেখলাম। এ গলাবাজি বাস্তবে মরীচিকা।
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিনেতা মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক ঝড় আসন্ন। আমরা অপেক্ষায় আছি। বিএনপি ও তার দোসর সহযোগীরা নাকি ঝড় সৃষ্টি করবে। সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। নির্বাচনে নাকি তারা আসবে না। নির্বাচন নাকি রুখে দেবে। আমরাও দেখব কে কাকে রুখে দেয়। নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেব।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।