বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ে পরিণত হয়েছে। এটি বারবার গতিপথ পাল্টাচ্ছে। এ পরিস্থিতিতে সব সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (২৩ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিলো। শুরুতে এটি বরিশালের দিকে এগোতে থাকলেও ঘূর্ণিঝড়টি রাত ৯টার দিকে খুলনা–বাগেরহাটের দিকে এগোতে থাকে। এটি সোমবারের (২৪ অক্টোবর) মধ্যে আবারো বরিশাল ও নোয়াখালীর দিকে মুখ করে এগোতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ঘূর্ণিঝড়টির গতিমুখ বারবার দিক পরিবর্তন করছে। এটি বাংলাদেশ উপকূলে আঘাত করার আশঙ্কা বেশি।
ঘূর্ণিঝড়টি আঘাত করার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৯ থেকে ১১৭ কিলোমিটার হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।