Tuesday , 23 April 2024
শিরোনাম

চকরিয়া উপজেলা প্রশাসন মাহে রমজানের আগে ভেজাল বিরোধী সফল অভিযান।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনের একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ এমন রাসায়নিক পদার্থ, ডালডা, পাম অয়েল, গাছেরগুড়ি সদৃশ বস্তু ইত্যাদি সামগ্রী দিয়ে ভেজাল ঘি, চা পাতা ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনরত অবস্থায় পাওয়া যায়। এসময় আনুমানিক ৫মণ ভেজাল ঘি ও ২/৩ মণ নকল চাপাতা জব্দ করে বিনষ্ট করা হয়। ঘটনাস্থলে বাঘাবড়ী ঘি, পাবনার নকল কৌটা ও ফ্রেশ চা পাতার নকল প্যাকেট পাওয়া যায়। অভিযানকালে ভেজাল ও নকল পণ্য উৎপাদনের দায় স্বীকার করায় অভিযুক্তকে ২,০০,০০০/- ( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। তিনি বলেন একইদিন চকরিয়া পৌরসভাস্থ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করায় একটি হোটেলকে সিলগালা করা হয় এবং ঘটনাস্থলে আটক অপ্রাপ্ত বয়স্ক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্যান্য লোকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় অন্যান্য আরো চারটি হোটেলকে লাইসেন্স ও রেজিষ্ট্রেশনহীন অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে মোট ৬০,০০০/- ( ষাট হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ‘কোম্পানি কমান্ডার, র্যাব ১৫’- এর নেতৃত্বে একটি দল ও স্যানিটারি ইন্সপেক্টর, চকরিয়া সার্বিক সহযোগিতা করেন।

Check Also

নির্দেশ অমান্য করে উপজেলায় প্রার্থী হলেন এমপির স্বজনরা

প্রভাব বিস্তার ও কোন্দলের আশঙ্কায় মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হতে নির্দেশনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x