ডেস্ক রিপোর্ট: ক্রীড়াবিদ ফরহাদুল ইসলাম রিন্টু বলেছেন, স্মার্ট বাংলাদেশ যাদের জন্য গড়ে তোলা হবে তারা হচ্ছেন দেশের নাগরিক। দেশের প্রতিটা নাগরিক যদি স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, তা হলে স্মার্ট বাংলাদেশ খুব সহজেই গড়ে উঠবে। যে দেশের নাগরিক যত বেশি স্মার্ট, সেই দেশ তত বেশি উন্নত এবং শান্তিপূর্ণ। তাই দেশের জনগণকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি গতকাল সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত স্মার্ট বাংলাদেশ, স্মার্ট চট্টগ্রাম শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু‘র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক চৌধুরী পাবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন, টিসিজেএ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য হাসান উল্ল্যাহ, মোহাম্মদ আলী আকবর, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোহাম্মদ আলমগীর, আহাদুল ইসলাম বাবু, মোঃ আশরাফুল আলম চৌধুরী, শীতল মল্লিক উত্তম, মোঃ আরশাদ আলী, মোঃ সেলিম উল্ল্যাহ, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন।