লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম কাপ্ত্ই মহাসড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের মোতালবের টেক এলাকায় ট্রাক সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক সহ দুজন আহত হয়েছেন। ১ জুলাই শুক্রবার দুপুরে এঘটনা সংগঠিত হয় । ট্রাক সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত সি, এন, জি অটোরিক্সার আারোহী হলেন, হটহাজারী উপজেলার বাথুয়া ছালে আহম্মদের বাড়ীর আবদুল খালেকের স্ত্রী শামশুন নাহার (৬০) । আহত দুজনের মধ্যে একজন নিহত শামমুন নাহারের পুত্র হাসান (৩২) ও সিএনজি অটোরিক্সার চালক । দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানার এস আই নাহিদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামশুন নাহারকে মারাত্বক আহত অবস্থায় রাউজানের নোয়াপাড়া কসমিক হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত হাসান সহ সিএনজি অটোরিক্সা চালককে উদ্বার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রাউজান থানার এস আই নাহিদ জানান ।ট্রাক ও সিএনজি অটোরিক্সা দুটি আটক করা হয়েছে, নিহত শামশুন নাহারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায় । নিহত শামশুন নাহার ১জুলাই শুক্রবার দুপুরে তার স্বামীর বাড়ী থেকে সিএনজি অটোরিক্সা ভাড়া করে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়া এলাকায় তার মেয়ের শ্বাশুড় বাড়ীতে যাওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শামশুন নাহারের স্বজনেরা।